মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
আসন্ন ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮জানুয়ারী স্থানীয় সাংবাদিকদের সাথে ,ডিমলা সদর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে জামায়াতে ইসলামী দাড়ি পাল্লা প্রতিক মনোনীত এমপি পদ প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভাপতিত্ব করেন,নুর মোবাশ্বের আমীর সদর ইউনিয়ন ডিমলা।বিশেষ অতিথি জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আন্তাজুল ইসলাম, অধ্যাপক মাওলানা মোঃ মুজিবুর রহমান উপজেলা আমীর ডিমলা, কাজী মাওলানা মোঃ হাবিবুর রহমান নায়েবে আমির উপজেলা শাখা ডিমলা, কাজী মাওলানা মোঃরুকনুজ্জামান বকুল,সেক্রেটারি ডিমলা উপজেলা মোঃ, আনোয়ার হোসেন লেবু,মাওলানা রবিউল আলম সেক্রেটারি ডোমার উপজেলা মোঃরহমত আলী ছাত্র শিবির সভাপতি ডিমলা উপজেলা সহ আরও অনেকে।অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন এবারের ভোট সুষ্ঠু শান্তি পূর্ণ,নিরপেক্ষ ও সবার গ্রহণযোগ্য হবে। এ নির্বাচনে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।
এসময় ডিমলা উপজেলা স্থানীয় সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরিচিতি সভায় নির্বাচনী নিয়মনীতি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিষয় উভয় পক্ষে আলোচনা হয়।
সঞ্চালনায় মাওলানা নুর মোবাশ্বের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীন উপজেলা শাখা ডিমলা।