
শামীম হোসেন, অভয়নগর উপজেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন ভূমি অফিসে সন্ধান পাওয়া গেছে প্রায় ২০০ বছরের পুরনো দুটি রহস্যময় লোহার সিন্দুক। ব্রিটিশ আমল তথা জমিদারি প্রথার সাক্ষী এই সিন্দুক দুটি বর্তমানে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। কালের বিবর্তনে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হলেও, ইতিহাসের স্মারক হিসেবে এগুলো আজও টিকে আছে।
স্থানীয় প্রবীণদের মতে, এক সময় সিদ্ধিপাশা এলাকাটি ছিল এই অঞ্চলের রাজস্ব আদায়ের প্রধান কেন্দ্র। নড়াইলের জমিদাররা এখান থেকেই খাজনা আদায় করতেন এবং গুরুত্বপূর্ণ দলিলাদি ও অর্থ এই সিন্দুকগুলোতে অত্যন্ত নিরাপত্তার সাথে সংরক্ষণ করতেন। সিন্দুক দুটি কেবল লোহার কাঠামো নয়, বরং এই জনপদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও শাসনব্যবস্থার এক জীবন্ত প্রতিচ্ছবি।
বর্তমানে সিন্দুক দুটি ভূমি অফিসের এক কোণায় মরিচা ধরা অবস্থায় পড়ে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা না থাকায় এই অমূল্য প্রত্নসম্পদ নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই সিন্দুকগুলো দ্রুত সংরক্ষণ করা না হলে আগামী প্রজন্মের কাছে এই ইতিহাস পুরোপুরি মুছে যাবে।
এলাকাবাসী সিন্দুক দুটিকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করার দাবি জানিয়েছেন। তাদের প্রস্তাব, ভূমি অফিসেই একটি ছোট গ্যালারি বা প্রদর্শনী কর্নার তৈরি করে এগুলোকে সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হোক।
এ প্রসঙ্গে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু জানান, সিন্দুক দুটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। তিনি আশ্বাস দেন যে, দ্রুতই এগুলো সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।