তন্ময় দেবনাথ রাজশাহী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার ৫ই জানুয়ারি মাগরিবের নামাজ শেষে আড়ানী পৌরবাসির আয়োজনে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মরহুমা দেশমাতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়,একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আড়ানী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ রশিদ।
দোয়া মাহফিলে আলহাজ্ব এরশাদ আলি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আবু সাইদ তোতার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক মোঃফকরুল ইসলাম বাবুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রহুল আমিন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও ৬নং আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জণনেতা মোঃ মোস্তাক আহমেদ বিল্টু, আড়ানী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক বিডিআর মোঃ আফতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আহমেদ তুফান, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস,আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,আড়ানী পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন কবির, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আড়ানী পৌর বিএনপি-র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো এলাকা বাশি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির সাধারণ জণগণ। দোয়া মাহফিল শেষে পথচারী ও মাহফিলে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।