
ফেনী প্রতিনিধি :
ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটির ২০২৬-২৭ সালের কমিটি গঠিত হয়েছে।
গতকাল সকালে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এম শরীফ ভূঞা (দৈনিক ঢাকা টাইমস/আজকের সময়) কে সভাপতি ও পিনু শিকদার (চ্যানেল এস/দৈনিক সময়ের আলো) কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে আহসান উল্যাহ (চ্যানেল এস), জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক), সহ-সাধারন সম্পাদক পদে ফখরুল ইসলাম (গ্রীণ টিভি/নয়াকাল), মিজানুর রহমান রাজু (দৈনিক তরুণ কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে মো: মাহবুব (দৈনিক সচিত্র), ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), কোষাধ্যক্ষ পদে শাহাদাত হোসেন পাঠান (সাপ্তাহিক স্বদেশ পত্র), তথ্য সম্পাদক পদে এটিএম আতিকুল ইসলাম বাদল (দৈনিক বাংলাদেশ সমাচার), প্রচার সম্পাদক পদে আবদুল আজিজ সায়েম (দৈনিক নিখাদ খবর), দপ্তর সম্পাদক পদে মো: ওমর ফারুক শাকিল (দৈনিক সচিত্র নোয়াখালী), সহ-দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম সোহাগ (দৈনিক সময় সংবাদ), প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো: কামরুজ্জামান সুমন (দৈনিক চিত্র), ধর্ম বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী (দৈনিক মতপ্রকাশ ), সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আলম মিঠু (দৈনিক সমসাময়িক প্রতিদিন), কার্য নির্বাহী সদস্য এস এম মাসুম বিল্লাহ (সাপ্তাহিক ফেনী সংবাদ/ফ্লাশ বাংলা), মু. ইকবাল চৌধুরী (মাসিক শব্দ), জাহিদুল ইসলাম (সাইবার বার্তা), ইকবাল আহমেদ চৌধুরী (দৈনিক নোয়াখালী ওয়েব), মো: আলা উদ্দিন লিংকন (দৈনিক সরেজমিন বার্তা), হাবিবুর রহমান চৌধুরী (আলোকিত বার্তা)।