নিজস্ব প্রতিবেদক
যশোরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা জব্দ করা হয়।
দুদক সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগেই ফাঁদ পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বুধবার টাকা গ্রহণের মুহূর্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
দুদকের কর্মকর্তারা আরও জানান, আটক আশরাফুল আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার সম্পদের উৎস ও পূর্বের আর্থিক লেনদেন সম্পর্কেও খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় শিক্ষা প্রশাসনের একাংশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘুষবিরোধী এমন অভিযান অব্যাহত রাখার জন্য দুদকের প্রতি দাবি জানিয়েছেন।