
নিজস্ব প্রতিবেদক
যশোরে আলমগীর হোসেন (৩৮) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার বাসিন্দা ইন্তাজ চৌধুরীর ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ এগিয়ে এসে আলমগীর হোসেনের মাথার বাঁ পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত শুরু করেছে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি পূর্বশত্রুতাজনিত, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এদিকে হত্যাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।