
তন্ময় দেবনাথ রাজশাহী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু-সহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন।
আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
হে মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।