প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:২২ এ.এম
সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণী শামিমা আক্তার স্বপ্নার ইন্তেকালে অভয়নগর প্রেসক্লাবের গভীর শোক
অভয়নগর প্রতিনিধি
রাতদিন নিউজের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক শহিদ জয়ের সহধর্মিণী শামিমা আক্তার স্বপ্না আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বামীর বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে তিন দফা স্ট্রোকের পর সম্প্রতি আবারও স্ট্রোক করলে গত শনিবার তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার জোহর নামাজের পর যশোর শহরের ঝুমঝুমপুর বিডিআর ক্যাম্পের পেছনে নিজ এলাকায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে কারবালা কবরস্থানে দাফন করা হবে। তার রুহের মাগফিরাত কামনায় স্বজন ও সহকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বামী শহিদ জয়। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর, রাতদিন নিউজ পরিবার এবং সহকর্মী সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে যান প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, সিনিয়র সাংবাদিক জুয়েল মৃধা, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, রাতদিন নিউজের সম্পাদক শিমুল ভূঁইয়াসহ গণমাধ্যমকর্মীরা।
এদিকে, অভয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তারা বলেন, শামিমা আক্তার স্বপ্না একজন প্রজ্ঞাবান, নম্র-ভদ্র ও পরিবারমুখী নারী ছিলেন। সাংবাদিক শহিদ জয়ের পেশাগত জীবনে তিনি ছিলেন শক্ত অবলম্বন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ছাড়া জাগপার প্রেসিডিয়াম সদস্য ও যশোর-৩ আসনের প্রার্থী নিজামদ্দিন অমিতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। মরহুমার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত