
মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ বাড়তে শুরু করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল হক, ডোমার উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হাকিমসহ ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন,
“ডোমার–ডিমলার মানুষের কাছে আমি পরিচিত। চরম দুঃসময়ে কখনো কাউকে ফেলে যাইনি। জনগণের ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ কৃরেছি। দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নই তাঁর নির্বাচনী অঙ্গীকার।
অপরদিকে, একই দিনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) থেকেও নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়। ন্যাপের পক্ষে মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা এবং ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজুসহ দলের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ।
ন্যাপ নেতৃবৃন্দ এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, উভয় দলের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয় এবং নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে ওঠে।