নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে।
জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত রয়েছেন।
জানাজার স্থলে উপস্থিত আছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, কাতারসহ ৩২ দেশের রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জানাজার পর মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করে। মৃত্যুর খবর পাওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা রাজধানীতে রওনা হন। তারা গণপরিবহন, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে ঢাকায় পৌঁছান।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। আজ থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দলের পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময়ে দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া, যিনি ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ উপাধিতে ভূষিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত রোগসহ নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলেও দেশে ফিরে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দেশবাসীর প্রত্যাশা ছিল, তিনি আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তিনি চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমান।