প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৯:০১ এ.এম
অদম্য আপোষহীন নেত্রীর বিদায়ে স্তব্ধ জাতি, সাংবাদিক কামালের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আপোষহীন নেতৃত্ব, গণতন্ত্রের সংগ্রামে অবিচল ভূমিকা ও দেশপ্রেমিক মনোভাবের প্রতীক হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর প্রতিনিধি ও অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মো. কামাল হোসেন। তিনি এক শোকবার্তায় মহান এই নেত্রীর মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।
শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি ছিলেন সংগ্রামী চেতনার প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহসী কণ্ঠস্বর। তাঁর আপোষহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন ধারার সূচনা করেছে। জাতি আজ সত্যিকারের এক অভিভাবককে হারালো।
তিনি প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক সহযোদ্ধা ও দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জন্য ধৈর্য ও সহনশীলতা দান করুন।
শোকবার্তার শেষে সাংবাদিক কামাল আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, অনড় মনোবল ও জনগণের প্রতি দায়বদ্ধতা স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তাঁর আদর্শ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত