দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে জাতীয় সংসদ ভবনসংলগ্ন জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সময়সূচি চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে জাতীয় রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবেই বেশি পরিচিত করা হয়। সাম্প্রতিক সময়গুলোতে দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে শোকের আবহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটাল। গণতন্ত্র, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তিনি সবসময় দৃঢ় অবস্থান ধরে রেখেছিলেন।
দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ রাজধানীতে ভিড় করছেন প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে। শোকবার্তা দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও।