1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু

অভয়নগরে যুবকের কাছ থেকে ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলায়। এ ঘটনায় প্রতারণার শিকার যুবক অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী যুবকের নাম মোঃ তাজুল (২২)। তিনি অভয়নগর উপজেলার কোদলা গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মান্নান শেখ ও তার ছেলে মোঃ বাঁধন পরস্পর যোগসাজশে তাকে সৌদি আরবে নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বেকারত্ব দূর করার উদ্দেশ্যে মোঃ তাজুল বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সুযোগে মোঃ বাঁধন তাকে সৌদি আরবে নিয়ে গিয়ে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। পরে বিদেশে পাঠানোর খরচ বাবদ মোট ৪ লক্ষ টাকা দাবি করা হয়। এর অংশ হিসেবে প্রায় ছয় মাস আগে মোঃ তাজুল অভিযুক্ত মান্নান শেখের হাতে এককালীন ২ লক্ষ টাকা প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তরা তাকে বিদেশে পাঠানোর কোনো উদ্যোগ নেয়নি। বারবার যোগাযোগ করলে তারা আজ–কাল–পরশু বলে সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সকালে কোদলা গ্রামে অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার বিষয়ে কোদলা ও পার্শ্ববর্তী এলাকার একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে জানেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয়দের মতে, বিদেশে চাকরির নামে প্রতারণার ঘটনা এলাকায় দিন দিন বাড়ছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ তাজুল বলেন, আমি সরল বিশ্বাসে টাকা দিয়েছিলাম। এখন না বিদেশে পাঠাচ্ছে, না টাকা ফেরত দিচ্ছে। আমি ন্যায়বিচার চাই। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট