
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেনের কাছে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন।
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর আহবায়ক আবুল কালাম আজাদ, আরশাফুল ইসলাম মাসুদ, নুরুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।