মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩২ গাইবান্ধা-৪, সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুর থেকে মনোনয়নপত্র দাখিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা।
দুপুর ১টার দিকে মনোনয়ন জমা দিতে সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান। দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। পরে বিকাল ৩টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী আতোয়ারুল ইসলাম নান্নু ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন মনোনয়নপত্র জমা দেন। শেষ মূহুর্তে মনোনয়ন জমা দেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আব্দুর রউফ আকন্দ।
এর আগে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
প্রার্থীরা সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে বলে তারা আশাবাদী।
তারা মনে করেন, ভোটের পরিবেশ কেমন থাকবে সেটা নিয়ে জনগণের মধ্যে এখনও শঙ্কা রয়েছে। তাই তাদের শঙ্কা দূর করে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
উল্লেখ, গাইবান্ধা-৪ আসনে আজ শেষ দিন পর্যন্ত ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।