নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে কয়েকদিন ধরে চলমান মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ভোর এবং গভীর রাতে ঘন কুয়াশায় রাস্তার দৃশ্যমানতা কমে যাওয়ায় চলাচলে ভোগান্তি বাড়ছে। বিশেষ করে দিনমজুর, ভ্যানচালক, খেটে-খাওয়া মানুষ এবং বৃদ্ধ–শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার আগ পর্যন্ত সূর্যের দেখা না মেলায় বাজার-ঘাট, চা-স্টল ও কর্মস্থলগুলোতে মানুষের উপস্থিতি অন্য সময়ের চেয়ে অনেক কম। কৃষকরা ক্ষেতে কাজ করতে পারছেন না, ফলে শীতের কারণে দৈনিক আয়ে টান পড়েছে। অনেকে গরম কাপড়ের অভাবে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে ঠাণ্ডা থেকে বাঁচার চেষ্টা করছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতজনিত ঠাণ্ডা-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। চিকিৎসকদের পরামর্শ, অতিরিক্ত ঠাণ্ডায় বাইরে বের হলে মাথা, কান ও পা ঢেকে রাখা এবং গরম পানি পান করা জরুরি।
এদিকে, দরিদ্র ও অসহায় মানুষের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠনগুলো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি বরাদ্দ পাওয়া মাত্র পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।
আবহাওয়া-সংক্রান্ত পর্যবেক্ষণে বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও একদিন কম থাকতে পারে, তবে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিকের দিকে ফেরার সম্ভাবনা রয়েছে।