
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ গোবিন্দারখীলে খাজা মঈনুদ্দিন চিশতি ( রহ:) এর ওরশ মোবারক সম্পন্ন হয়েছে। মরহুম নুরুল আমিন সওদাগরের পুএ, পটিয়া কেমিস্ট এন্ড ডাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ গোবিন্দাখীল দু’তলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সমাজ সেবক দিদারুল আলম ও তার ভাই আবুল কালাম আজাদ (ডিনার) এর পারিবারিক আয়োজনে ২৬ ডিসেম্বর শুক্রবার রাতে খাজা গরীবে নেওয়াজ ওরশ মোবারক সম্পন্ন হয়। এর আগে সকালে খতমে কুরআন, খাজা গান পরিবেশন হয়। ওরশ মোবারকে এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গ ছাড়াও এতিম, ফকির মিসকিন এর খাবার পরিবেশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ,
আহমদ নবী, মফিজুর রহমান, আবদু সালাম, আলমগীর আলম, বদিউল আলম, মোহাম্মদ ইকবাল, নুরু, সাইফু, রহমত আলীসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন। ওরশ মোবারক সম্পন্ন করতে পারায় সমাজ সেবক দিদারুল দিদারুল আলম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।