
মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
আসন্ন ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন সামনে ২৭ ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন শাখা বাংলাদেশ জমিয়তী ইসলামী খেজুর গাছ প্রতিক বিএনপির মনোনীত জোট প্রার্থী আল্লামা মন্জুরুল ইসলাম আফেন্দী নির্বাচনী প্রচারণা ও দলীয় কমিটি নবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আল আনসারী সভাপতি বাংলাদেশ জমিয়তী ওলামা ইসলাম উপজেলা শাখা ডিমলা। বিশেষ অতিথি,মোঃআশিকুর মোঃরহমান, মোঃআব্দুল মান্নান,মোঃ নুর মোহাম্মদ সহ আরও অনেকে।
নির্বাচনী প্রচারনা, দলীয় কমিটি নবায়ন ও মতবিনিময় সভায় নারী পুরুষ ও হিন্দু মুসলিম সকলে অংশ গ্রহণ করেন।বক্তারা বলেন বাংলাদেশ জমিয়তী ইসলাম হল বৃহৎ সংগঠন বিএনপির একটি জোট দল।নির্বাচনী প্রচারণায় বিএনপিকে সাথে নিয়ে নির্বাচনের যাবতীয় কাজ পরিচালনা করা হবে। জমিয়তী ইসলাম হলো বিএনপির জোট কত্রৃক ঘোষিত খেজুর গাছ প্রতিক নীলফামারী -১ আসনে বৈধ প্রার্থী। জমিয়তী ইসলাম হল একটি ন্যায় নীতি ও আদর্শেবাদী দল।এখানে দুর্নীতির কোন আশ্রয় নেই।খেজুর গাছ প্রতিক নির্বাচিত হলে ডোমার ডিমলার যাবতীয় অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
আয়োজনে,খালিশ চাপানী ইউনিয়ন শাখা বাংলাদেশ জমিয়তী ইসলাম ডিমলা নীলফামারী।