নিজস্ব প্রতিবেদক
সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন। এসময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন। তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকার নেতা–কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। ঢাকা–আরিচা মহাসড়কের নবীনগর থেকে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এলাকায় সৃষ্টি হয় জনসমুদ্রের মতো দৃশ্য। ব্যানার–ফেস্টুন ও দলীয় পতাকায় মুখর পুরো এলাকা জুড়ে ধ্বনিত হতে থাকে, তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে, এই ধরনের স্লোগান।
বৃহৎ জনসমাগম সামাল দিতে স্মৃতিসৌধ এলাকা ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন।
গত ২৫ ডিসেম্বর, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকাজুড়ে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তার জন্য আয়োজন করা হয় ঐতিহাসিক গণস্বাগত। পরবর্তীতে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।