নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে হোসাইন (রা.) মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের নতুন ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। যৌথ সঞ্চালনা করেন আম্মার ইবনে হোসাইন ও বাংলা বিভাগের প্রধান শিক্ষক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর থানা শাখার আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর শাখার আমির মাওলানা আলতাফ হোসেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবু দাউদ, প্রতিষ্ঠানটির উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুর রাজ্জাক মোড়ল, উপজেলা জামায়াতের সহসম্পাদক গোলাম মোস্তফা, ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমির মো. মফিজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির যশোর জেলার সভাপতি এস এম আশিকুজ্জামান, সাংবাদিক সুমন হোসেন ও সাংবাদিক কামাল হোসেনসহ আরও অনেকে।
অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক ও প্রধান পৃষ্ঠপোষক গ্রাম ডাক্তার মাওলানা মো. হোসাইন আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ১৯৯৭ সালে রাজঘাট এলাকায় প্রতিষ্ঠিত হযরত হোসাইন (রা.) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং ধীরে ধীরে এলাকার শিক্ষানুরাগী মানুষের সহায়তায় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানে বাংলা বিভাগ, নূরানী বিভাগ ও হেফজ বিভাগসহ তিনটি শাখায় ১০০ জন ছেলে ও ৮০ জন মেয়ে শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে। তাদের পাঠদানে নিয়োজিত আছেন অভিজ্ঞ ৬ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী। এ বছর মোট ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন।