নিজস্ব প্রতিবেদক
স্ত্রীর ক্যান্সার চিকিৎসার ব্যয় নির্বাহ করতে আর্থিক সংকটে পড়েছেন তিন সন্তানের জনক মেহেদী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এতদিন পরিবারের সব দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রীর দীর্ঘ চিকিৎসা ও সন্তানদের চিকিৎসা ব্যয়ের বোঝা সামাল দিতে গিয়ে আজ তিনি সম্পূর্ণ নিঃস্ব। মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। মেহেদী জানান, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে টিউমার অপারেশন করা হয়। পরে বায়োপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। স্ত্রীকে নিয়ে তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে, পিজি হাসপাতাল, ধানমণ্ডির ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও এনএন ল্যাবে প্রয়োজনীয় সব পরীক্ষা করান। শুধু টেস্টেই ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সহায়তায় প্রায় দেড় লাখ টাকা জোগাড় করলেও বর্তমানে তাঁর হাতে আর কোনো সঞ্চয় নেই। এদিকে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে তাঁর ব্যবসা ও কাজকর্ম। এর ওপর ছোট ছেলের হার্টে ছিদ্র থাকায় নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। ডাক্তাররা জানিয়েছেন, রোগের অগ্রগতি ঠেকাতে দ্রুত কেমোথেরাপি শুরু করতে হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এলাকায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জোসনা জানিয়েছেন, রোগীর জন্য আটটি কেমো ও ১০টি বিশেষ ইনজেকশনসহ মোট চিকিৎসা ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। প্রতি কেমোতে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এত বড় অঙ্কের অর্থের জোগাড় করতে না পেরে এখনো একটি কেমোও শুরু করা সম্ভব হয়নি। মেহেদী ভাঙা হৃদয়ে বলেন, আমার স্ত্রী রোগের যন্ত্রণায় ছটফট করছে। ডাক্তার দ্রুত চিকিৎসা শুরুর পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার হাত এখন একেবারেই শূন্য। সব দ্বিধা–লজ্জা পেছনে রেখে আজ আপনাদের কাছে সাহায্যের আবেদন করছি। আল্লাহ যেন কাউকে এমন অবস্থায় না ফেলেন। তিনি সামর্থ্যবান সকল মানুষের কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
যোগাযোগ ও সহায়তা প্রেরণ।
বিনীত অনুরোধে
মেহেদী হাসান, অভয়নগর যশোর
মোবাইল: 01924389733
বিকাশ নম্বর: 01402621668