যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে মীমাংসা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। ঘটনার শুরু প্রায় চার বছর আগে। উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা মৌজায় নওয়াপাড়া সরকারি কলেজ এলাকার বাসিন্দা মোছাম্মাৎ দৌলাতুন্নেছা ৪৩ দশমিক ১২ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকে তিনি ১৮৪ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি পাকা সড়ক দিয়ে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি পাশ্ববর্তী জমির মালিক আফজাল কাজী ও জাকির কাজীর সঙ্গে বিরোধের জেরে ওই সড়কের ইট তুলে ফেলা হয়। পরবর্তীতে জাকির কাজী সড়কের উপর দেয়াল নির্মাণ শুরু করলে দৌলাতুন্নেছার জমিতে প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দৌলাতুন্নেছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত ও মীমাংসার দায়িত্ব দেওয়া হয় এসিল্যান্ড আশীষ কুমার বসুকে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাদী গোলাম মইনুল হক মিলন ও বিবাদীপক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট আইনি বিষয় ব্যাখ্যা করেন। প্রথম দফায় সালিশি বৈঠকের দায়িত্ব দেওয়া হয় আফজাল কাজীকে, তবে সমাধানে উপনীত না হওয়ায় বৈঠক সাময়িক স্থগিত করা হয়। পরে এসিল্যান্ড ও স্থানীয়দের উদ্যোগে উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায়।
সমঝোতা অনুযায়ী, সড়কের মাঝখানে নির্মিত দেয়াল অপসারণ করেন জাকির কাজী
আফজাল কাজী নিজ জমির অংশ ছেড়ে দিয়ে পাঁচ ফুট প্রস্থের চলাচলের রাস্তা তৈরির অনুমতি দেন
ভবিষ্যতে এ সড়ক নিয়ে আর কোনো বিরোধে না জড়ানোর অঙ্গীকার করেন উভয়পক্ষ
দীর্ঘদিনের জটিল বিরোধের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন।
সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন,
“উভয়পক্ষের আন্তরিকতার কারণেই একটি সুন্দর ও টেকসই সমাধান সম্ভব হয়েছে। এলাকাবাসীও তার বিচক্ষণ ভূমিকার প্রশংসা করেন এবং জানান, এ উদ্যোগে সম্ভাব্য বড় সংঘাত এড়ানো গেছে।