
নিজস্ব প্রতিবেদক
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানীজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রত্যাবর্তনের খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উচ্ছ্বাস, যা ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যন্ত।
ঢাকামুখী জনস্রোত – বুকিং দেওয়া হয়েছে বিশেষ ট্রেন
বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক, মাইক্রোবাসে ঢাকায় আসছেন। একই সঙ্গে ১০টি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। নিয়মিত কয়েকটি ট্রেন বাতিল করে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শৃঙ্খলা কমিটি, মেডিকেল টিম ও নিরাপত্তা–ব্যবস্থা
তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সমন্বয়ে শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।এছাড়া জরুরি সেবার জন্য ৩০টি মোবাইল মেডিকেল টিম, তিনটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও ২৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে।
আগমনসূচি ও সংবর্ধনা কর্মসূচি
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে স্ত্রী–কন্যাকে নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে ৩০০ ফিট এলাকার সংবর্ধনামঞ্চে যোগ দেবেন তিনি। বিকেল ৩টার পর তিনি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সন্ধ্যায় গুলশানের বাসভবনে ফিরবেন।
৩০০ ফিটে মহামিলন, শহরজুড়ে এলইডি ডিসপ্লে ও মাইক
বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এলাকায় সংবর্ধনার মঞ্চ নির্মাণ করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে স্থাপন করা হবে প্রায় ৯০০টি মাইক ও এলইডি ডিসপ্লে। পুরো এলাকা সিসিটিভি নজরদারিতে থাকবে।
বুলেটপ্রুফ গাড়ি ও কড়া নিরাপত্তা
তারেক রহমানের জন্য কেনা বুলেটপ্রুফ টয়োটা প্রাডো ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। বিমানবন্দর থেকে গুলশন পর্যন্ত থাকবে বিশেষ নিরাপত্তা, পুলিশ প্রোটেকশন ও একাধিক স্তরের নিরাপত্তাবেষ্টনী।বিমানবন্দর এলাকায় সাধারণ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ড্রোন ওড়ানোও নিষিদ্ধ।
৫০ লাখ মানুষের সমাগম হবে: রুহুল কবির রিজভী
সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২৫ ডিসেম্বর ঢাকায় মানুষের মহামিলন ঘটবে। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে রওনা হয়েছেন।
স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সমন্বয়
তারেক রহমানের আগমন ও সংবর্ধনা কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত আলোচনা হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।