মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া অংশের উভয় পাশে গড়ে ওঠা কয়লা, বালু ও জিপসাম ড্যাম্পে পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের ২২ দিনের সময় বেঁধে দিয়েছে অভয়নগর উপজেলা প্রশাসন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সড়কের ধারে থাকা এসব ড্যাম্প টিন ও ত্রিপল দিয়ে সুরক্ষিতভাবে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
সভায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গণি সরদারসহ স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা।
সভায় ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন,
“অভয়নগর উপজেলা একটি শিল্প ও বাণিজ্যনগর হিসেবে পরিচিত। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখার পাশাপাশি পরিবেশ সুরক্ষাও অত্যন্ত জরুরি। সড়কের পাশের কয়লা, বালু ও জিপসাম ড্যাম্পগুলো খোলা অবস্থায় থাকায় ধুলাবালু ছড়িয়ে জনদুর্ভোগ ও পরিবেশদূষণ হচ্ছে। তাই ড্যাম্পগুলো অবশ্যই টিন ও ত্রিপল দিয়ে ঢেকে রাখতে হবে।”
তিনি আরও বলেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে প্রত্যেক ব্যবসায়ী নিজ দায়িত্বে প্রয়োজনীয় পরিবেশবান্ধব ব্যবস্থা গ্রহণ করবেন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সভায় ব্যবসায়ীরাও প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। বিশেষজ্ঞরা জানান, সড়কের ধারে খোলা অবস্থায় রাখা কয়লা, বালু ও জিপসাম থেকে উড়তে থাকা ধুলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে আশপাশের মানুষ, পথচারী ও যানবাহনচালকদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এসব ধুলাবালু শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, চোখ ও ত্বকের জ্বালাপোড়া বাড়িয়ে তোলে। পাশাপাশি বাতাসের মান নষ্ট হয়ে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়। খোলা ড্যাম্প থেকে বৃষ্টির পানিতে ধোয়া ময়লা আশপাশের জলাশয় ও মাটিতে মিশে কৃষিজমি ও স্থানীয় বাস্তুতন্ত্রের ওপরও বিরূপ প্রভাব ফেলে বলে পরিবেশবিদরা সতর্ক করে থাকেন।