তন্ময় দেবনাথ রাজশাহী
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর উদ্যোগে “বৈশ্বিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্যে সঙ্কট ও উত্তরণ” প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের ৩য় তলায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান তিনি তার বক্তব্যে বলেন, আমরা রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ প্রায় ৮০ টি সংগঠনের সমন্বয়ে সংগঠিত। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ব্যবসায়ী সংগঠন এবং সামাজিক সংগঠন হিসেবে আমাদের অনেক গৌরবময় ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে। দীর্ঘ ৪০ বছর যাবৎ আমরা ব্যবসায়ীদের বিপদে আপদে পাশে থেকে তাদের সহযোগিতায় সক্রিয় ভূমিকা রেখেছি আমরা শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, বন্যা কবলিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ সহ ত্রান বিতরণ, প্রচন্ড তাপদাহে খাবার স্যালাইন বিস্কুট ছাতি বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীর সাধারণ মেহনতি খেঁটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। গ্যাস আন্দোলন,
টি বাঁধ, আই বাঁধ সংরক্ষণ, ডিজিটাল মিটার অপসারণ, ভৌতিক বিল বন্ধ করণ সহ ব্যবসায়িক ট্যাক্স, ভ্যাট, সাইনবোর্ড ফি কমানোর দাবিতে ব্যাপক আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি আগামীতেও ব্যবসায়ীদের স্বার্থে সাধারণ মানুষের প্রয়োজনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ তার ৮০টি সংগঠনকে সাথে নিয়ে যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।