মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
১৬ডিসেম্বর৷ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২২ ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা শুভেচ্ছা প্রাইভেট এন্ড কোচিং সেন্টার এর পক্ষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন মোঃ সহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি মোঃসামিউল হাসান শিমুল যুবদল সদস্য সচিব খালিশা চাপানী ইউনিয়ন শাখা। উদ্বোধক,জয়নাল আবেদীন প্রদর্শক তিস্তা ডিগ্রি কলেজ ও সহ সভাপতি খালিশা চাপানী ইউনিয়ন শাখা বিএনপি। প্রধান উপদেষ্টা জিয়ারুল রহমান জিয়া,প্রভাষক জলঢাকা আইডিয়াল কলেজ। বরেন্য অতিথি হাসান মামুদ RDRS ডালিয়া শাখা ডিমলা নীলফামারী।প্রধান মেহমান জিয়ারুল ইসলাম জিয়া যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি। প্রধান পৃষ্ঠপোষক, মনিরুজ্জামান মনি চেয়ারম্যান পদ প্রার্থী খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। প্রধান সমন্বয়ক,এনামুল হক,প্রভাষক তিস্তা ডিগ্রি কলেজ। সার্বিক সহযোগিতায়,রশিদুল ইসলাম দফাদার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। সার্বিক তত্ত্বাবধানে আশরাফুল ইসলাম যুগ্ম আহবায়ক জাতীয় যুবশক্তি এনসিপি নীলফামারী।
এছাড়াও, মোজাম্মেল প্রধান শিক্ষক ড্রীমল্যান্ড স্কুল এন্ড কলেজ, আতাউর রহমান প্রধান শিক্ষক গোল্ডেন এডুকেয়ার হোম স্কুল এন্ড কলেজ, সাইফুল ইসলাম প্রধান শিক্ষক তিস্তা ক্যাডেট একাডেমি, সফিউল আলম রুমেল প্রধান শিক্ষক হাবিবা ইম্পিরিয়াল মডেল বিদ্যাপীড,আক্কাছ আলী প্রধান শিক্ষক আল মদিনা মডেল মাদ্রাসা, আমিনুর রহমান প্রধান শিক্ষক আল ইহসান আইডিয়াল মডেল মাদ্রাসা, শাহিনুর রহমান শাহীন যুগ্ম আহবায়ক যুবদল খালিশা চাপানী ইউনিয়ন শাখা, শাহ আলম ভান্ডারী বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ডালিয়া বাজার, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরিচালক মোকসিদুর রহমান মাসুদ শুভেচ্ছা প্রাইভেট এন্ড কোচিং সেন্টার ডালিয়া ডিমলা নীলফামারী।পরিচালক মোকছেদ আলী ড্রীমল্যান্ড স্কুল এন্ড কলেজ ও শুভেচ্ছা কোচিং সেন্টার ডালিয়া ডিমলা নীলফামারী।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় সকাল ১০ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর সকল বীর শহীদদের আত্মার রুহে মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করে দোয়া মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন খেলার পাশাপাশি দেশাত্মবোধক গান,ছড়া ও কবিতা আবৃত্তি সহ মেধা যাচাইয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটানো হয়।বক্তারা বলেন প্রতি বছরের মতো এই দিবসটিকে গুরুত্যের সহিত পালনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা পালন করা হয়।
খেলা পরিচালনা করেন সেলিম হোসেন রাজু মিজানুর রহমান সজিব,আলামিন ও শুভেচ্ছা প্রাইভেট কোচিং সেন্টার ডালিয়া ডিমলা নীলফামারী।