নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাব্বি হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর এলাকায় পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেন জামালপুর গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে। তিনি বাসুয়াড়ি মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার সময় রাব্বি একটি আলমসাধুতে অবস্থান করছিল। আলমসাধুটি জামালপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাব্বি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও সহপাঠীদের মাঝে বইছে গভীর শোক।
চাইলে আরও সংক্ষিপ্ত ভার্সন, বা আরও মানবিক/ইমোশনাল টোনে সাজিয়েও দিতে পারি।