
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। শুক্রবার (রাত) থেকে প্রায় ২২ লাখ অনুসারীর জনপ্রিয় ওই পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।ইলিয়াস হোসেনের পেজ অপসারণের ঘটনাটি ঘটেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরপরই। ওই ঘটনার পর দেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক—প্রথম আলো ও ডেইলি স্টার—এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এসব পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। এর পরদিন শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।তবে মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি এখনো পাওয়া যায়নি। একইভাবে ইলিয়াস হোসেনও পেজ অপসারণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এমন কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এসব নীতিমালার আওতাতেই ইলিয়াস হোসেনের পেজটি সরিয়ে নেওয়া হতে পারে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিচ্ছেন, আবার অনেকেই উস্কানিমূলক বক্তব্যের দায় হিসেবে পেজ অপসারণকে যৌক্তিক বলে মনে করছেন।