1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রক্তে রাঙা পথেই থেমে গেল এক প্রতিবাদী কণ্ঠ রাজনৈতিক হুমকির অভিযোগ: ঢাকায় এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যু ঘিরে রহস্য সংবাদ প্রকাশে ক্ষিপ্ত পুলিশ সুপার: রংপুরে সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি রাজধানীর ছাত্রী হোস্টেলে ঝুলন্ত মরদেহ: এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক মৃত্যু প্রতিবেশীর বিরুদ্ধে মুরগি হত্যার মামলা পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় এলডিপি’র উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন  ডিমলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন এসপি আল মামুন শিকদার

রাজনৈতিক হুমকির অভিযোগ: ঢাকায় এনসিপি নেত্রী জান্নাত আরা রুমীর মৃত্যু ঘিরে রহস্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

রাজনৈতিক হুমকি, সাইবার বুলিং নাকি পারিবারিক চাপ?

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমী (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (ভোর সাড়ে ৪টা) দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও রাজনৈতিক হুমকি, পারিবারিক চাপ এবং ব্যক্তিগত জীবনের নানা জটিলতা, সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি বলেন, গত দুই মাস ধরে রুমী নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছিলেন। হত্যার ও ধর্ষণের হুমকিও পেয়েছেন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

দলীয় সূত্র জানায়, কর্মসূচিতে নিয়মিত অংশ নিলেও সাম্প্রতিক সময়ে রুমীর আচরণে বিষণ্নতা ও মানসিক চাপের লক্ষণ স্পষ্ট ছিল।

গত ১৪ নভেম্বর এক নারীকে মারধরের একটি ঘটনায় রুমীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ওই ঘটনার পর তার ব্যক্তিগত তথ্য ও পরিবারের ঠিকানা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আরিফুল ইসলাম আদীব আরও দাবি করেন, রুমীর পরিবারও হুমকি-ধামকির মুখে পড়েছিল, যা তার ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করে। তিনি বলেন, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্তেই স্পষ্ট হবে। তবে আত্মহত্যা হলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে আসা ধারাবাহিক হুমকিকে দায় এড়ানো যাবে না।

পুলিশ জানিয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা, পারিবারিক বিষয় এবং ব্যক্তিগত সম্পর্ক, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট