
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমী (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (ভোর সাড়ে ৪টা) দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও রাজনৈতিক হুমকি, পারিবারিক চাপ এবং ব্যক্তিগত জীবনের নানা জটিলতা, সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাত আরা রুমী এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি বলেন, গত দুই মাস ধরে রুমী নিয়মিত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছিলেন। হত্যার ও ধর্ষণের হুমকিও পেয়েছেন। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
দলীয় সূত্র জানায়, কর্মসূচিতে নিয়মিত অংশ নিলেও সাম্প্রতিক সময়ে রুমীর আচরণে বিষণ্নতা ও মানসিক চাপের লক্ষণ স্পষ্ট ছিল।
গত ১৪ নভেম্বর এক নারীকে মারধরের একটি ঘটনায় রুমীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। ওই ঘটনার পর তার ব্যক্তিগত তথ্য ও পরিবারের ঠিকানা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
আরিফুল ইসলাম আদীব আরও দাবি করেন, রুমীর পরিবারও হুমকি-ধামকির মুখে পড়েছিল, যা তার ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করে। তিনি বলেন, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তদন্তেই স্পষ্ট হবে। তবে আত্মহত্যা হলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে আসা ধারাবাহিক হুমকিকে দায় এড়ানো যাবে না।
পুলিশ জানিয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা, পারিবারিক বিষয় এবং ব্যক্তিগত সম্পর্ক, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।