
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর বদলগাছীতে চালে বিষ মিশিয়ে মুরগি হত্যার অভিযোগে এক প্রতিবেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শাপলা বেগম নামে এক গৃহবধূ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় মরা মুরগি থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। বুধবার (১৭ ডিসেম্বর) বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার বিকেলে থানায় মামলা করা হয়। অভিযোগ অনুযায়ী, গত শনিবার মুরগিগুলো মারা যায়। বাদী শাপলা বেগম বদলগাছী উপজেলার কটকবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি জানান, হাঁস-মুরগি পালনই ছিল তার সংসারের আয়ের অন্যতম প্রধান উৎস। মুরগি ও ডিম বিক্রি করে সংসারের খরচ চলত। দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনিছুর রহমানের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে উঠানে রাখা চালে বিষ মিশিয়ে দেন আনিছুর রহমান। ওই চাল খেয়েই একে একে তার মুরগিগুলো মারা যায় বলে অভিযোগ করেন তিনি। শাপলা বেগম বলেন, মানুষে-মানুষে শত্রুতা থাকতে পারে, কিন্তু নিরীহ মুরগিগুলোর কী অপরাধ? আমার স্বামী একজন কৃষক। আমি ছাগল ও হাঁস-মুরগি লালন-পালন করে সংসার চালাই। আমার এই ক্ষতির জন্য আমি ন্যায়বিচার চাই। অভিযুক্ত আনিছুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুরগিগুলো মেরে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে ওসি লুৎফর রহমান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা রিপা রাণী জানান, মরা মুরগিগুলো থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।