নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদের বেড়িবাঁধের মাটি ধসে রণ মালাকার (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (গতকাল) গভীর রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদের তীরবর্তী রণচাপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রণ মালাকার রণচাপ গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তাঁর আয়ে পরিবার চলত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে রণচাপ গ্রামের কিছু নিচু জমিতে দীর্ঘদিন জলাবদ্ধতা তৈরি হওয়ায় ফসলের আবাদ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে পানি নিষ্কাশনের জন্য স্থানীয় লোকজন মনু নদের বেড়িবাঁধ কেটে একটি পাইপ বসানোর উদ্যোগ নেন। এ জন্য রবিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একটি খননযন্ত্র (এক্সকাভেটর) ভাড়া করে বেড়িবাঁধ কাটার কাজ শুরু হয়। সে সময় রণ মালাকার কোদাল দিয়ে নিচের মাটি সমান করছিলেন।
একপর্যায়ে ওপরের দিকে স্তূপ করে রাখা মাটি ধসে তাঁর ওপর পড়ে যায়। পরে প্রায় এক ঘণ্টা ধরে খননযন্ত্র দিয়ে মাটি সরানোর চেষ্টা চালিয়ে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিধান দত্ত বলেন, বেড়িবাঁধ কাটা আইনবিরুদ্ধ। এ কারণেই স্থানীয় লোকজন গভীর রাতে কাজটি করছিলেন। নিহত রণ মালাকার ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিত মিয়া বলেন, প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।