
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি উপস্থিত থেকে কর্মসূচি উপভোগ করেন।
মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত ব্যান্ড পরিবেশন অনুষ্ঠিত হয়। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশন করে। পাশাপাশি ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সশস্ত্র বাহিনীর সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকাগুলোতে সীমিত আকারে ব্যান্ড পরিবেশন করা হয়।
এছাড়া বিমান বাহিনীর উদ্যোগে খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম শহর ও ফৌজদারহাট এলাকা, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায় সীমিত পরিসরে ফ্লাই পাস্ট পরিচালিত হয়।
বিজয়ের ৫৪তম বর্ষপূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন। এ আয়োজনটি সংখ্যার দিক থেকে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। উদ্যোগটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এখনো লিপিবদ্ধ না হলেও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এটি সফল হলে প্রথমবারের মতো এত সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্পের রেকর্ড বাংলাদেশের নামে যুক্ত হবে—যা দেশের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
এই আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশে-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশির মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের