
সংবাদ বিজ্ঞপ্তি :-
রাজশাহী মহানগরীর সাংবাদিক তন্ময় দেবনাথকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও একটি রাজনৈতিক সংগঠনের নাম ভাঙিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় রাজশাহী প্রেসক্লাব গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
রাজশাহী প্রেসক্লাব মনে করে, একজন পেশাদার সাংবাদিককে হুমকি দেওয়া শুধু ব্যক্তি তন্ময় দেবনাথের ওপর আঘাত নয়—এটি সরাসরি স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। যারা সাংবাদিকের কণ্ঠরোধ করতে চায়, তারা মূলত সত্যকে ভয় পায় এবং রাষ্ট্রীয় আইন ও সংবিধানের বিরুদ্ধে অবস্থান নেয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের নাম ব্যবহার করে সাংবাদিককে ভয় দেখানো সম্পূর্ণ বেআইনি ও ন্যক্কারজনক। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) দায়েরকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রাজশাহী প্রেসক্লাব জোর দাবি জানাচ্ছে—হুমকিদাতা ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ভয় দেখানোর সাহস না পায়।
রাজশাহী প্রেসক্লাব স্পষ্টভাবে ঘোষণা করছে, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রয়োজনে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
পরিশেষে রাজশাহী প্রেসক্লাব সাংবাদিক তন্ময় দেবনাথের প্রতি সংহতি প্রকাশ করছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।