
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬ ও ২০২৭ সালের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রার্থীদের নিয়ে শ্রীমঙ্গলে মতবিনিময় ও ইশতেহার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহরের ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ সভায় মৌলভীবাজার সম্মিলিত ব্যবসায়ী পরিষদ তাদের প্যানেল উপস্থাপন ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। সভায় শ্রীমঙ্গল ও আশপাশের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
আলোচনা সভায় ব্যবসায়ীরা কর–ভ্যাট জটিলতা, বাজার ব্যবস্থাপনা, ব্যবসায়িক নিরাপত্তা, আধুনিক সেবা সম্প্রসারণ, উদ্যোক্তা সহায়তা ও চেম্বারের সাংগঠনিক গতিশীলতা নিয়ে মতামত প্রদান করেন। বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্য, স্বচ্ছতা এবং কার্যকর নীতিনির্ধারণই একটি শক্তিশালী চেম্বার প্রতিষ্ঠার মূল শর্ত।
আলোচনায় বক্তারা কর–ভ্যাট জটিলতা, বাজার ব্যবস্থাপনা, নিরাপদ বাণিজ্য পরিবেশ, উদ্যোক্তা সহায়তা, ব্যবসায়িক সেবা ডিজিটালাইজেশন ও চেম্বারের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন—“স্বচ্ছতা, ঐক্য ও বাস্তবভিত্তিক নীতিনির্ধারণই একটি শক্তিশালী ও সদস্যবান্ধব চেম্বার পরিচালনার মূল ভিত্তি।”
মতবিনিময় সভায় ও আলোচনায় অংশ নেন ব্যবসায়ী পরিষদের প্রার্থী— আব্দুল মুনিম, মোঃ আবুল কুদ্দুস নোমান, মোঃ আবু নোমান মুয়িন, আলমগীর শেখ, জাহিরুল ইসলাম জাকির, মোঃ ফখরুল ইসলাম, নোমান মিয়া, মোঃ আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, মোঃ দলা মিয়া, মোঃ আমিনুল ইসলাম, প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন।
পরবর্তী সভা শেষ পর্যায়ে, প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারের মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল— ট্যাক্স–ভ্যাট হেল্প ডেস্ক স্থাপন, ডিজিটাল চেম্বার সার্ভিস চালু, ব্যবসায়ী দক্ষতা উন্নয়ন ও সহায়তা কর্মসূচি, নীতিনির্ধারণী পর্যায়ে ব্যবসায়িক স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিচালনা কাঠামো শক্তিশালীকরণ, স্থানীয় বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, মেম্বারশিপ কার্ডে কর্পোরেট সুবিধা সংযোজন।
প্রার্থীরা জানান, আধুনিক বাণিজ্যিক ব্যবস্থাপনা ও কার্যকর সেবার মাধ্যমে মৌলভীবাজার চেম্বারকে আরও সক্রিয়, ব্যবসায়বান্ধব ও উদ্যোক্তা সহায়ক প্রতিষ্ঠানে রূপান্তরই তাদের লক্ষ্য। এ জন্য তারা ব্যবসায়ী সমাজের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
সভা শেষে ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আগত সকল অতিথি, ব্যবসায়ী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।