আঃ হামিদ (মধুপুর) টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মধুপুরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিলের আয়োজন করেন টাঙ্গাইল-১ (মধুপুর - ধনবাড়ী) মনোনয়ন বন্চিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠী । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)বিকেলে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এসময় তিনি উপস্থিত জনগনের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আমাদের একটাই কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ ও দীর্ঘায়ূ হন এবং দেশের হাল ধরার তৌফিক পান। দোয়া মাহফিলটি পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই। উপজেলা বি এন পির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বি এন পির সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বি এন পির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জসমান প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বি এন পির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকগণ উপস্থিত থেকে দোয়া মাহফিলকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান।