আহসান হাবীব স্টাফ রিপোর্টার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেকার যুবক-যুবতীদের মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালবেলা চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট দাখিল মাদ্রাসা হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালাটি ৬ দিনব্যাপি শুভ উদ্ধোধন ষোষণা করা হয়।
সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্ম সংস্থানের লক্ষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডের আওতায় মঙ্গলবার ২ ডিসেম্বর বিকেলে ৬ দিন মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ট্রেইনার আবদুল হালিম চৌধুরী।
তিনি বলেন, যুবরা প্রশিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবে। সামাজিক অবক্ষয় রোধে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমজিদ ভূঞারহাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফখরুল মোস্তফা প্রমুখ।