মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
কালীগঞ্জ পৌর ও কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ;কালীগঞ্জ পৌর ওলামা দলের সদস্য সচিব মো ; মোক্তার হোসেন।
দোয়ার পূর্বে কালীগঞ্জ পৌর শ্রমিক দলের দলের সভাপতি মো: আলম খাঁন সভাপতিত্বে এবং শ্রমিক নেতা কিরন এর সঞ্চচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন: গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: ইউসুব রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো : সালাউদ্দিন আহমেদ, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আ ন ম নায়েবুর রহমান (মাসুদ), কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো : খায়রুল আহসান (মিন্টু),
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা,কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান,
কালীগঞ্জ পৌর ছাত্র দলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (বিপ্লব), সদস্য সচিব ইমরান হোসেন (সৈকত), কালীগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,
কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, পৌর ওলামা দলের সদস্য সচিব মো. আক্তার হোসেন, সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি শফিকুল ইসলাম।