তন্ময় দেবনাথ রাজশাহী
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য গালিগালাজ, সংবাদ সংগ্রহে বাধা এবং হেনস্তার হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সদ্য ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ শোয়েব ও মেহেদীসহ কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তারা সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকিও দেন। এ ঘটনায় উপস্থিত সংবাদকর্মীরা চরম অপমান ও আতঙ্কের মুখে পড়েন।
ঘটনার পর সোমবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত এক কঠোর নিন্দা বিবৃতিতে বলা হয়—
স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের আচরণ সরাসরি আঘাত এবং গণমাধ্যমের প্রতি প্রকাশ্য হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা “ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ” এবং নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম চর্চার ক্ষেত্রে বড় বাধা।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন—
সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে কোনো আপস নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
এছাড়া তারা অবিলম্বে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য এনসিপি নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন।