1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশী অস্ত্র,মাদকসহ ৪ জন আটক অভয়নগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন মধুপুরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিল চা শ্রমিকদের মানবিক মর্যাদা নিশ্চিতের অঙ্গীকার: এডভোকেট মোহাম্মদ আব্দুর রব সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর বর-এর সমর্থনে শ্রীমঙ্গলে বিশাল গণমিছিল, জনসমুদ্র সৃষ্টি”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনে সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর বর-এর সমর্থনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল গণমিছিল ও সমাবেশ। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) মাগরিবের নামাজের পর শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড শাহী ঈদগাহের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গণমিছিলটি চৌমুহনী হয়ে মৌলভীবাজার রোডের রূপসপুর মসজিদের সামনে পৌঁছে আবার সেখান থেকে চৌমুহনী হয়ে রেলস্টেশন মসজিদের সামনে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমীর মাওলানা ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল।
এসময় বক্তব্য দেন—মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলার আমীর মোঃ মাসুক আহমদ, শ্রীমঙ্গল উপজেলার নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস সুবহান এবং আরও নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর বর বলেন, “শ্রীমঙ্গল–কমলগঞ্জের মানুষ বহুদিন ধরে ন্যায়, উন্নয়ন ও সুযোগ-সুবিধা বঞ্চিত। এই আসনের মানুষকে অবহেলার রাজনীতি থেকে বের করে আনতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাকে সুযোগ দিলে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বেকারত্ব কমাতে কর্মসংস্থান সৃষ্টি এবং চা শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব।”
তিনি আরও বলেন, “এই অঞ্চলের রাস্তাঘাট, পানি-নিকাশ ব্যবস্থা, কৃষি সহায়তা, যুব উন্নয়ন ও নিরাপত্তা খাত—সবকিছুতে আমি কাঠামোগত পরিবর্তন আনতে চাই। আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। আপনাদের একটি ভোট শুধু আমাকে নয়—এই আসনের ভবিষ্যৎ প্রজন্মকে নতুন দিশা দেখাবে।”
এডভোকেট বর অভিযোগ করে বলেন, “অতীতে এই এলাকার উন্নয়ন প্রাপ্য ছিল, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। উন্নয়ন হবে কথায় নয়—দায়িত্ব, সততা আর জনগণের প্রতি জবাবদিহিতায়।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনাদের নৈতিক সমর্থন আমাকে আরও সাহসী করে তুলেছে। ইনশাআল্লাহ, আপনাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করবো।”
নেতারা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মোহাম্মদ আব্দুর বর একটি গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী।
গণমিছিলে শ্রীমঙ্গলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জামায়াত কর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় বিশাল জনসমুদ্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট