1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাল দলিল তৈরির ১ চক্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ধর্মপ্রাণ, মানবিক ও সেবামুখী পুলিশ অফিসার ডিআইজি মুশফেকুর রহমান-থানা পরিদর্শনে এসে শ্রীমঙ্গলে নামাজি মুসল্লিদের প্রশংসা অর্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মুশফেকুর রহমান বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শন উপলক্ষে থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।

পরিদর্শনকালে ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ও জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম সহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা শ্রীমঙ্গল থানা জামে মসজিদে আসরের নামাজ জামাতে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে ডিআইজি সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মান ও জনগণের মতামত জানতে চান।

এ সময় স্থানীয় মুসল্লিরা উনার বিনয়ী, মানবিক ও ধর্মপ্রাণ আচরণে মুগ্ধ হয়ে বলেন, “ডিআইজি মুশফেকুর রহমান অত্যন্ত ভালো ও অসাধারণ মানুষ। এমন ডিআইজি অফিসার যদি সারা দেশে থাকতেন, তাহলে দেশ পরিবর্তন হতে সময় লাগত না, অতি দ্রুত বদলে যেত।” উপস্থিত মুসল্লিরা দোয়া করেন, আল্লাহতালা উনার সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন।

পরে পুলিশের চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ শেষে তিনি থানার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া তিনি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, বিভিন্ন রেজিস্টার ও প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি থানার হাজতখানা, ফোর্স ব্যারাক ও মেসও ঘুরে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সদের কল্যাণ সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও থানার সামগ্রিক কর্মদক্ষতা নিয়ে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। তিনি পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও সেবামুখী মনোভাব ও জনসেবার মানসিকতা বজায় রাখার গুরুত্ব তুলে নির্দেশনা প্রদান করেন।

ডিআইজি বলেন, “পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, জনবান্ধব আচরণ ও সেবামুখী মনোভাব বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মোঃ রফিকুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট