1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি বাংলাদেশ জাতীয়তাবাদী গনতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ বকেয়া ভাতা তুলতে ঘুস দাবি, বাঁশখালীতে পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধে হামলায় নারীসহ ৩ জন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদি (বাগপাড়া) এলাকায় পারিবারিক বিরোধের জেরে মোঃ রহমত উল্লাহর পরিবারের উপর দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগ উঠেছে তারই আপন ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় রহমত উল্লাহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে, পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী **মোঃ শামীম শেখ (৩৫), মোঃ শাকিল শেখ (২৫), মোঃ হাবিবুর রহমান শেখ (৫৮) ও সাবিনা বেগম (৫১)**সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে দেশীয় অস্ত্র দা, ছেন, চাপাতি ও লাঠিসোটা নিয়ে রহমত উল্লাহর বাড়িতে হামলা চালায়।
এসময় হামলাকারীরা রহমত উল্লাহ ও তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মারধর করে।
১নং বিবাদী শামীম শেখ চাপাতি দিয়ে রহমত উল্লাহর স্ত্রী হেনুরা বেগমের (৪৮) মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে ২নং বিবাদী শাকিল শেখ ছেনদা দিয়ে হেনুরা বেগমের বাম পায়ে কোপ মারলে তিনি আরও জখম হন।
স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে রহমত উল্লাহকেও লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়, এতে তার বাম পায়ের হাঁটু ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ৩নং বিবাদী হাবিবুর রহমান তার মেয়ে শাহিদা আক্তারকে (২৭) কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এবং ৪নং বিবাদী সাবিনা বেগম তার চুল ধরে টানা-হেঁচড়া করে মারধর করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ১নং বিবাদী শামীম শেখ শাহিদা আক্তারের গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয় এবং তার পোশাক টেনে শ্লীলতাহানি করে।
পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হেনুরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কিছুটা বিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোঃ রহমত উল্লাহ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট