1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

তিন সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে হঠাৎ উধাও স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন স্বামী।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

তিন সন্তান ও দীর্ঘ ১২ বছরের সংসার ভেঙে যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ফেনীর সোনাগাজীর প্রবাস ফেরত মোহাম্মদ শাহজাহান। স্ত্রী অন্য এক পুরুষের সঙ্গে চলে যাওয়ার পর তিনি নিজের ‘মানসিক শুদ্ধতার’ প্রতীক হিসেবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।

বুধবার (৮ অক্টোবর) শাহজাহানের ওই দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি স্থানীয়দের সামনে স্ত্রীর প্রতারণা নিয়ে ক্ষোভ ও কষ্ট প্রকাশ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান প্রায় ১৫ বছর ধরে বাহরাইনে প্রবাসে ছিলেন। প্রবাসে থাকার সময়েও পরিবারের খোঁজখবর রাখতেন নিয়মিত। প্রায় এক যুগ আগে বিয়ে হওয়া দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। তবে কিছুদিন আগে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন শাহজাহান। প্রবাস থেকে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর জন্য তিনি দুই সপ্তাহ চেষ্টা করেও ব্যর্থ হন।

তিনি অভিযোগ করে বলেন, স্ত্রীর কোনো অভাব রাখিনি। কিন্তু সে প্রতারণা করেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। নিজের এই প্রতীকী কর্মসূচি সম্পর্কে শাহজাহান বলেন, আমি দুধ দিয়ে গোসল করেছি মানসিকভাবে নিজেকে শুদ্ধ করার জন্য। জীবনে নতুনভাবে শুরু করতে চাই।

এলাকাবাসী জানান, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন শাহজাহান। কিন্তু ব্যর্থ হয়ে তিনি স্থানীয়দের উপস্থিতিতে প্রতীকীভাবে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট