1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে-কবে কোন ম্যাচ কুড়িগ্রামে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা, জনজীবন বিপর্যস্ত কুড়িগ্রামে শীতের তীব্রতা আরও বৃদ্ধি, তাপমাত্রা নেমেছে ১২.৭ ডিগ্রিতে প্রান্তিক পোল্ট্রি খাতের সংকট: খামারিদের ভয়াবহ লোকসান, বাজার ধস ও অসাধু চক্রের প্রভাব নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ, নতুন কমিটি গঠিত চাঁদপুর কচুয়া আসনে ইসলামী আন্দোলনের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত জনগণের পাশে দাঁড়াতে চান কাজী রেহা কবির সিগমা: কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র নারী প্রার্থী বাহারি শীতের পিঠা: স্বাদের মেলায় শীতের আনন্দ ভোটের আগে জোট ও আন্ডারস্ট্যান্ডিং: রাজনৈতিক দলগুলোর পর্দার আড়াল চুক্তি মাগুরার দুই সরকারি কার্যালয়ে অগ্নিকাণ্ড, রহস্যে জেলাজুড়ে প্রশ্ন

শ্রীমঙ্গলের চা বাগানে বিশাল অজগর উদ্ধার, চা শ্রমিকদের মাঝে আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চা শ্রমিকরা প্রতিদিনের মতো চাপাতা তুলছিলেন। এ সময় হঠাৎ লেকের পাড়ে এক বিশাল অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের পাশের একটি লেকের পাড়ে। পরবর্তীতে শ্রমিকরা বিষয়টি বাগানের ম্যানেজমেন্টকে জানান। খবর পেয়ে চা বাগানের ম্যানেজার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাদের চেষ্টায় অজগর সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি বলে জানা গেছে।
পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বলেন, “এ ধরনের অজগর সম্পূর্ণ নিরীহ। বনজ পরিবেশে এদের টিকে থাকা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের হত্যা না করে বন বিভাগের কাছে হস্তান্তর করা উচিত।”
বিশেষজ্ঞরা জানান, এটি একটি বিরল প্রজাতির অজগর এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট