1. live@www.jagrotobd.com : Red Line : রেড লাইন Red Line
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলরে কালিয়ায় বো’মা সদৃশ্য বস্তুর বি’স্ফো’রণ, চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী আহত!   জঙ্গলখাইনে আ.লীগ ট্যাগ দিয়ে নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ আবুল বশর ফকির আর নেই: জাপা’র নেতৃবৃন্দ শোক যশোর ডিবির সাঁড়াশি অভিযানে রানা প্রতাপ হত্যা রহস্য উদঘাটন চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ দাগনভুঁইয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনের  এলডিপি প্রার্থী এয়াকুব আলীর আপিল নামঞ্জুর শর্ত সাপেক্ষে ক্রিকেটে ফিরতে প্রস্তুত কোয়াব

খুলনায় “একের পর এক” খুনের ঘটনা ঘটলেও জড়িতরা ধরাছোঁয়ার বাইরে, আতঙ্কে মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

খুলনা নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলকায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে সংগঠিত হলেও মূল আসামিরা ধরা পড়ছে না। ফলে হত্যাকাণ্ড বন্ধও হচ্ছে না। এর মধ্যে গত মঙ্গলবার ঘুমিয়ে থাকা যুবক তানভীর হাসান শুভকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব নিয়ে আতঙ্ক ও উদ্বেগে দিন কাটাচ্ছেন নগরীর মহেশ্বরপাশা এলাকার মানুষ।খুলনা নগরীর প্রাণকেন্দ্র থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত মহেশ্বরপাশা এলাকাটি দৌলতপুর থানা এলাকায় পড়েছে। এলাকাটি এক সময় চরমপন্থি অধ্যুষিত ছিল। গতবছর অভ্যুত্থানের পর পুরানো সন্ত্রাসীরা এলাকায় ফিরে চাঁদাবাজি শুরু করেছে। অবৈধ অস্ত্র ও মাদকের লেনদেনে পরিবেশ সংঘাতময় হয়ে ওঠে। এর মধ্যেই গত ১১ জুলাই মহেশ্বরপাশা পশ্চিমপাড়া নিজ বাড়ির সামনে বহিস্কৃত যুবদল নেতা মাহাবুবুর রহমান মোল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগ কেটে দেওয়া হয়। ফিল্মি স্টাইলে সংগঠিত ওই হত্যাকাণ্ডের তদন্তে চরমপন্থি সংগঠনের বিরোধের বিষয়টি উঠে আসে। এ ঘটনায় ওই মাসেই ৪ জনকে আটক করা হয়। গত দুই মাসে হত্যাকাণ্ডে জড়িত আর কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলাটির তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।গত ৩ আগস্ট রাতে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি এলাকায় আল আমিন নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে রাস্তার ওপর তার মরদেহ ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। দুই মাস অতিবাহিত হলেও হত্যাকাণ্ডে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার এস আই আবদুল্লাহ আল মামুন বলেন, “সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”নিহত যুবদল নেতা মাহবুবের বাবা ও হত্যা মামলার বাদি আব্দুল করিম মোল্লা বলেন, “তিন মাস পার হলো এখন পর্যন্ত প্রকৃত আসামি ধরা পড়েনি। বরং আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। রাতে ভয়ে আমরা ঠিকমতো ঘুমাতে পারছি না। এরই মাঝে গতকাল রাতে আমাদের নিকটতম প্রতিবেশী শুভ নামে আরেকটি ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সব মিলিয়ে আমরা এলাকাবাসী খুবই ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”নিহত আল আমিনের বড় ভাই ও মামলার বাদি মোঃ আওলাদ হোসেন বলেন, “প্রায় তিন মাসের ব্যবধানে একই এলাকায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী মারাত্মকভাবে আতঙ্কিত। আমার ভাইকে নৃশংসভাবে হত্যার অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। সব মিলিয়ে আমরা ভয়, আতঙ্ক এবং হতাশার ভিতর দিন কাটাচ্ছি। প্রশাসনের কাছে দাবি প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট