নিজেস্ব প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে ভূয়া এম,বি,বিএস ডাক্তার মহসিন তারেক গাজীর দাপটের কাছে এলাকাবাসী দিশেহারা। গত কয়েক বছর পূর্বে এই মহসিন তারেক গাজী নামের ভূয়া এম,বি,বি,এস দ্বারী ডাক্তার কাজীর বাজারে চেম্বার খোলে ডাক্তারি শুরু করে।গ্রামে নিরীহ সরল মানুষের সরলতার সুযোগ নিয়ে চিকিৎসা করতে থাকে। এলাকাবাসী তার পরিচয় জানতে চাইলে কখনো বলে বাড়ি ঢাকা,কখনো বলে রাজশাহী। এক পর্যায় তার চিকিৎসায় অনেক রুগী মরনাপ্ন হলে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্শন করলে জেলা র আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। অভিযানের সংবাদ পেয়ে চেম্বার রেখে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সিলেট একটি চা বাগানের হাসপাতালে আবারও ভূয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরী নেয়। কিছু দিন যেথেই প্রশাসনের দৃষ্টি আসলে আবারও অভিযান চালালে পুলিশ তাকে হাতেনাতে ধরে জেলে পাঠায়। কিছুদিন পর জেল থেকে বের হয়ে আত্মগোপনে চলে যায়। এখন কিছুদিন ধরে আবার কাজীগঞ্জ বাজার এসে চেম্বার খোলে বসেছে। কেও কিছু বল্লে তার পালিত সন্ত্রাস বাহিনীর কথা বলে হুমকি দেয়, গোপন তথ্য পেয়ে সংবাদকর্মীরা গেলে বলে নবীগঞ্জের সাংবাদিক আমার কেনা, তোমরা কিছুই করতে পারবে নাহ! থানায় সহ তার উপরে লোক আছে বলে ধমক দেয়।
এলাকাবাসী তার আচারনে অতিষ্ঠ হয়ে পড়েছে। ভূয়া ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে।