মোঃমামুন নীলফামারী প্রতিনিধি।
দল যার যার, তিস্তা আন্দোলন সবার।এই স্লোগান সামনে রেখে ৬ সেপ্টেম্বর উত্তর বঙ্গের বৃহত্তর সেচ প্রকল্প ডালিয়া দোয়ানী ব্যারেজ সংলগ্ন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যােগে সমাবেশ ও নদী পথে আলোর মিছিলের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন একরামুল হক চৌধুরী চেয়ারম্যান ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী,সভাপতি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
স্বাগত বক্তব্য রাখেন নদীযোদ্ধা হামিদুর রহমান আহবায়ক সমাবেশ প্রস্তুতি কমিটি।বিশেঢ় অতিথি, শফিয়ার রহমান সাধারণ সম্পাদক তিস্তা বাঁচা ও নদী বাঁচা ও সংগ্রাম পরিষদ।আমিনুর রহমান, সাদিকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির সদস্য স্টয়্যান্ডিং কমিটি।অধ্যক্ষ ড. এ এস এম মনওয়ারুল ইসলাম লালমনিরহাট জেলা শাখা।কাজী আখেরুজ্জামান অন্তু ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখা জলঢাকা।
সমাবেশে লালমনিরহাট, হাতিবান্ধা,ডিমলা, জলঢাকা,ও রংপুর বিভাগের তিস্তাপারে বসবাসকারী জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন উত্তর বঙ্গের ৫টি জেলার ৯টি উপজেলায় ২কোটি মানুষের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে অনেকে পথে বসেছে।আগামী ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু নাকরলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সঞ্চালনায় আলমগীর হোসেন সহকারী শিক্ষক।
আয়োজনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।