নিজস্ব প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। গণধর্ষণের শিকার এক কিশোরী এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নবজাতক শিশুটি পৃথিবীর আলো দেখেছে। নবম শ্রেণিতে অধ্যয়নরত এই কিশোরী মা হলেও, শিশুটির পিতৃপরিচয় এখনো জানা যায়নি।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে। এই নৃশংস ঘটনার সাথে জড়িত ছিলেন কিশোরীর আত্মীয় শুভঙ্কর, সুজাল সরকার এবং সুজয়। এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
সন্তান প্রসবের পর কিশোরী এবং নবজাতক শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।