মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দঞ্জ উপজেলার ১৭নং শালমারা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল আগামী মঙ্গলবার (৭সেপ্টেম্বর) উপলক্ষে ৩টি পদে ৮ জন প্রার্থীর মাঝে মননোয়ন ফর্ম বিতরণ ও জমা শেষে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা দলীয় কার্যালয় থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদের বিপরতীতে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। এদিন দলীয় নেতৃবৃন্দ মনোনয়ন ফর্ম সংগ্রহ করে এদিনই তা পুরুন করে তা জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ,
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,তা গ্রহণ করেন।
দলীয় কার্যালয় সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিলে তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সভাপতি পদে মো. আখতারুজ্জামান রানা (ছাতা) ও মো. মোস্তফা কামাল (চেয়ার); সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন মিলন (ঘোড়া), ইশতিয়াক আহমেদ তালুকদার সপন (দোয়াত কলম) ও মো. ফিরোজুল ইসলাম (ফুটবল) এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ছালজার রহমান (মোরগ), মো. এরশাদ আলী (আম) ও মো. একরামুল হক বেপারী (মাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।