নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তর সুর, রামনগর ও সুইনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রধান সড়ক হঠাৎ করে বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ।
জানা গেছে, দক্ষিণ উত্তর সুর আবাসিক এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয়রা যাতায়াতের জন্য ব্যবহার করে আসছেন। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে যাতায়াত করতেন।
তবে বিকল্প কোনো রাস্তা তৈরি না করেই রেল কর্তৃপক্ষ আচমকা রাস্তা বন্ধ করে দেয়, যার ফলে মানুষের নিত্যযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী, স্কুলগামী শিশু ও নারী-পুরুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।
এ নিয়ে এলাকাবাসী তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ* করেছেন। তারা জানান, এভাবে রাস্তাটি বন্ধ করে দেওয়া রেল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।
স্থানীয়দের দাবির প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষকে দ্রুত সড়কটি খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।