1. live@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ : দৈনিক জাগ্রত বাংলাদেশ
  2. info@www.jagrotobd.com : দৈনিক জাগ্রত বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনটিআরসিএ (১ তম থেকে ১২ তম) নিয়োগ প্রত্যাশী য় ঘোষণা করেনি নির্বাচন বানচালে জামাত- হাসিনা ষড়যন্ত্র করছে- পটিয়ায় বিএনপি নেতা সাইফুদ্দীন সালাম মিঠু মসজিদের খতিব নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ কালীগঞ্জের প্রায় চার হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার দুর্গাপুরে বিএনপির সভায় সংঘর্ষ নিয়ে প্রোপাগান্ডার অভিযোগ শেখ হাসিনা সরকার বার বার দরকার বলা নায়কা অপু, এখন বিএনপির মঞ্চে, সমালোচনার ঝড় দলের সিদ্ধান্ত নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া নেতৃত্বে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে-খোরশেদ আলম  কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-৩ মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেখ হাসিনা সরকার বার বার দরকার বলা নায়কা অপু, এখন বিএনপির মঞ্চে, সমালোচনার ঝড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ঢাকাই চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস বিএনপির মঞ্চে বক্তব্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান।  জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা এ অনুষ্ঠানে যোগ দেন।

বিএনপির সমাবেশে কালচারাল ফ্যাসিস্ট অপু বিশ্বাসের অংশগ্রহণের খবর গণমাধ্যমে প্রকাশের পর পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী দোসর অপু বিশ্বাস কিভাবে বিএনপির সমাবেশে যোগ দেয়-সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিবার্ষিকীর আয়োজক বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার দাবি জানিয়েছেন।  আব্দুল্লাহ আল মামুন রাজিব নামের একজন লিখেছেন, অপু বিশ্বাসও এখন বিএনপির সমাবেশে! দুঃখজনক।এগুলো দেখলে খুব খারাপ লাগে।তারা কি আর লোক পায় নাই।অপু বিশ্বাসের মতো আওয়ামী সরকারের তেলবাজি করা এই নারীকে ডাকতে হবে।যারা তাকে ডাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে সোহেল খান সোহেল নামে এক ব্যক্তি বলেন, অপু বিশ্বাস ও ফেরদৌস নৌকার মাঝি।তারা ভোলার লালমোহনে এসে শাওনের নৌকা প্রতীকে ভোট চেয়েছে। সে এখন কিভাবে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে- বিএনপির নির্যাতিত জনগণ জানতে চায়। অপু এতদিন কাজ করেছে নৌকার মাঝি হয়ে।তাহলে বিএনপির আমরা যারা নির্যাতিত, জেল, হামলা, মামলার শিকার; তাদের কোনো মূল্য নেই? আমি পুরানা পল্টন বিএনপির কার্যালয়ের সামনে আহত হয়েছি, নাভিতে পাথর পড়েছে, টিয়ার গ্যাসের ভেতরে পড়েছি, ভেবেছিলাম মরেই যাব, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন, আপনার কাছে আমাদের কি কোনো মূল্য নেই?

জোবায়ের হাসান সুমন লেখেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপু বিশ্বাসকে বিএনপির সমাবেশে যারা দাওয়াত করেছে তাদেরকে বহিষ্কার করা হোক।

নাজমুল হাসান বলেন, বিএনপির লোকজন অপু বিশ্বাসকে দিয়ে সমাবেশ করায়, যে অপু বিশ্বাস হাসিনারে আইডল মানতো এবং আম্মা ডাকতো।

তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নিবির চৌধুরী নামে এক নেটিজেন বলেন, আওয়ামী লীগের নমিনেশন চাওয়া এবং আওয়ামী সমর্থক অপু বিশ্বাস বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হয় কিভাবে? বিএনপির সমাবেশে কি লোকজন কমে গেছে? সেজন্যই কি চলচ্চিত্রের নায়িকা নিয়ে সমাবেশ চাঙ্গা করেছেন?যদি চলচ্চিত্রের শিল্পী নিতেই হয় তাহলে বিএনপি সমর্থক শিল্পী কি ছিল না? বিষয়টি বিবেচনা করবেন।

শাকিল সরকার বলেন, বিএনপি কি নেতাকর্মীর সংকটে আছে? যদি না থাকে তাহলে আওয়ামী দোসর অপু বিশ্বাস কিভাবে সমাবেশে যায়?

আওয়ামী লীগের নমিনেশন চাওয়া অপু বিশ্বাসকে বিএনপির সমাবেশে যারা দাওয়াত করেছে, তাদেরকে বহিষ্কার করা হোক।

আলিয়া নিশাত নামে এক নারী লেখেন, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ বলা অপু বিশ্বাস এখন কুষ্টিয়ার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে।এসব আওয়ামী দালালদের দাওয়াত দিয়ে যারা প্রোগ্রামে নিয়েছে, সেসব বিএনপির হাইব্রিড নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হোক।

সোনিয়া আক্তার নামে আরেক নারী লিখেছেন, আওয়ামী লীগ যেমন ভোটের আগে নায়িকা ভাড়া করতো প্রচারণার জন্য, বিএনপিও ঠিক সেই পথে পা বাড়াচ্ছে, তাহলে পার্থক্যটা কি?

সাইয়্যেদা সাথী লিখেছেন, বিএনপিকে ডোবাতে এ ধরনের সস্তা বিনোদন খুবই কাজে দেবে।

জুয়েল নামে এক ব্যক্তি লিখেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণা, মিছিল আর মিটিংয়ে ভাড়া খেটে বেড়ানো অপু বিশ্বাসই ২০২৪ সালের প্রহসনমূলক ‘ডামি মার্কা’ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে লাইন ধরেছিল। অথচ আজ সেই একই অপু বিশ্বাস কুষ্টিয়ায় গিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথি হয়ে বক্তৃতা দেয়!এ দৃশ্য শুধু রাজনৈতিক চরিত্রহীনতার নয় বরং বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বেরও নগ্ন স্বাক্ষর। যেখানে এমন ভাড়াটে, দ্বিমুখী মানুষকে মঞ্চে স্থান দেওয়া হয়, সেখানে পতন অনিবার্যই মনে হয়।

নিজেকে বিএনপির কর্মী দাবি করে খান তমিজুল বলেন, আমি জাতীয়বাদী দল-বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখানে এই দুজনকে যারা ইনভাইট করেছে তাদেরকে বহিষ্কার করা উচিত।

ইয়াসিন আরাফাত লিখেছেন, যেই নেতা অপু বিশ্বাসকে অনুষ্ঠানে নিয়েছে, দলের প্রতি তার ভালোবাসা একদম নাই বললেই চলে।

মনিরুজ্জামান মনি লিখেছেন, কুষ্টিয়া বিএনপির এতটা অধঃপতন!একজন আওয়ামী এমপি নমিনেশন প্রত্যাশী নায়িকা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে; এটা কিভাবে সম্ভব?এর উত্তর কে দেবে- কুষ্টিয়া বিএনপি নাকি কেন্দ্রীয় বিএনপি?

তারেক রহমানকে উদ্দেশ করে সুজন রাজ বলেন, প্রিয় নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করুন এবং যারা তাদেরকে ইনভাইট করেছে তাদের বহিষ্কার করুন।

কাদের কাহন বলেন, অপু একজন আওয়ামী লীগের দালাল, যারা দাওয়াত দিয়েছে তারাও আওয়ামী লীগের দালাল।

 

সূত্রঃ- যুগান্তর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট